MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

টাইটানিক সিনেমার যে আটটি জিনিস আপনি জানেন না!

In সিনেমা জগৎ - Jun 03 at 7:01am
টাইটানিক সিনেমার যে আটটি জিনিস আপনি জানেন না!

টাইটানিক নিয়ে আজও মানুষের মধ্যে নানা কৌতুহল। বিশ্বের দীর্ঘতম এই জাহাজ ডুবির ঘটনাটি আজও দাগ কাটে মানুষের মনে। এই জাহাজ ডুবির ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাও। কিন্তু টাইটানিক সিনেমা সম্পর্কে এমনই আটটি জিনিস আছে, যা এর আগে জানেননি আপনিও। তাহলে আসুন জেনে নেয়া যাক কি সেগুলো?

১। টাইটানিকই হল অস্কারে সেরা সিনেমার স্বীকৃতি পাওয়া বিশ্বের প্রথম সিনেমা যার প্রযোজনা, পরিচালনা, লেখা, এডিটিং সবটাই করেন একজন। জেমস ক্যামেরন।

২। যদি আধুনিক যুগের দৃশ্যগুলো জেমস ক্যামেরনের টাইটানিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সিনেমাটা হবে ঠিক ২ ঘণ্টা ৪০ মিনিটের। ১৯১২ সালে টাইটানিক জাহাজ ডুবতে লেগেছি ঠিক ২ ঘণ্টা ৪০ মিনিট।

৩। ১৯১২ সালে টাইটানিক ডুবির ওপর তৈরি হওয়া জেমস ক্যামরনের এই সিনেমাটি কিন্তু এই ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হওয়া অস্কার জেতা দ্বিতীয় সিনেমা। ১৯৩৩ সালে টাইটানিক ডুবির ওপর তৈরি হওয়া 'ক্যাভালকাডে' ছিল প্রথম ছবি যা অস্কার জেতে। যদিও 'ক্যাভালকাডে'-তে টাইটানিক ডুবি ছাড়াও আরও অনেক বিষয় ছিল।

৪। কেট উইন্সলেট সিনেমার একমাত্র অভিনেতা যিনি ওয়েটশ্যুট পরেননি। এই জন্য কেটের নিউমনিয়া হয়ে গিয়েছিল।

৫। সিনেমায় কেটের নগ্ন ছবির যে দৃশ্যে লিওনার্দোর হাত দেখা যায় সেটা আসলে পরিচালক জেমস ক্যামরনের।
আসলে কেটের নগ্ন ছবিটি এঁকেছিলেন পরিচালক স্বয়ং

৬। কেটের বদলে অভিনয় করার কথা ছিল ম্যাডোনার, লিওনার্দোর বদলে টম ক্রিজের।

৭। টাইটানিক নয়, সিনেমার নাম ছিল প্ল্যানেট আইস। ছবি রিলিজের মাস খানেক আগে ছবির নাম বদলে যায়

৮। লিওনার্দোর সামনে নগ্ন হতে হবে এটা জানার পর প্রথম সাক্ষাতেই লিওর সামনে নগ্ন হয়ে যান কেট। যাতে লিওর মধ্যে শ্যুটিং চলাকালীন কোনও জড়তা না থাকে

Googleplus Pint
Noyon Khan
Posts 2740
Post Views 969