MysmsBD.ComLogin Sign Up

আবারও ফিরছেন সানি!

In বিবিধ বিনোদন - Jun 02 at 10:53pm
আবারও ফিরছেন সানি!

বিনেদোন ডেস্ক: শিরোনাম শুনে চমকালেন? সাবেক এই পর্নস্টার কি তাহলে আবারো তার পূর্বের পেশায় ফিরলো। না, আসলে তা না। তিনি পর্ন ছেড়ে যখন বলিউডে পা রাখলেন। তখন তিনি ভারতীয় একটি টিভি চ্যালেনের সিরিয়াল দিয়ে শুরু করেছিলেন তার পরবর্তী ক্যারিয়ার। আর ঠিক সেই ছোট পর্দায় আবারো ফিরতে চাচ্ছেন। তবে সিনেমা ছেড়ে না।

সেই সময় সানি লিওনিকে দেখার জন্য উদগ্রীব ভারতীয় দর্শক বাড়িয়ে দিয়েছিল ‘বিগ বস’-এর টিআরপি। তারপর সেদেশে জাঁকিয়ে বসতে আর অসুবিধে হয়নি সাবেক এই পর্নস্টারের। একের পর এক বলিউড ছবি তাঁকে প্রচার এবং সাফল্য দুই’ই দিয়েছে।


কিন্তু, শুরুটা তো হয়েছিল ছোট পর্দাতেই। সেই ছোট পর্দাতেই আবার দেখা যাবে সানিকে। পাশাপাশি অবশ্যই চলবে সিনেমার কাজ। জানা গিয়েছে, এমটিভি স্প্লিটসভিলা-র নতুন সিজনে ফিরছেন সানি। এই শো-টি সানির বিশেষ পছন্দ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে যত ব্যস্ততাই থাক না কেন, এই শো-এর জন্য সব সময় ডেট ফাঁকা রাখতে তিনি রাজি। ভারতীয় দর্শকদের জন্যে অবশ্যই এটি সুখবর। টিভির পর্দায় নিয়মিত সানিকে দেখার সুযোগ কি তাঁরা হাতছাড়া করবেন নাকি?

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1365
Post Views 428