MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বলিউডের ছবিতে জেমস বন্ড

In সিনেমা জগৎ - Jun 02 at 7:35pm
বলিউডের ছবিতে জেমস বন্ড

হলিউডের রূপালি পর্দা কাঁপানো চরিত্র জেমস বন্ডের কথা জানে গোটা দুনিয়া। আর সেই জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অনেক নামিদামি তারকারা। জেমস বন্ড সিরিজের সর্বশেষ কিস্তি `স্পেকটার` এ অভিনয়ের মধ্যে দিয়ে নিজের জেমস বন্ড ক্যারিয়ারের ইতি টানেন হলিউড তারকা ড্যানিয়েল ক্রেগ। এবার সেই ক্রেগকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলিউডের ছবি `গ্যাংস অব ওয়াসিপুর` খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার পরবর্তী ছবিতে

জানা যায়, চলতি মাসেই একটি চ্যারিটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লীতে আসবেন ড্যানিয়েল ক্রেগ। আর সেখানেই এই জেমস বন্ড তারকাকে নিজের নতুন ছবিতে কাজের প্রস্তাব দিতে চান তিগমাংশু। এই পরিচালক জানান `অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে সাজানো হয়েছে আমার পরবর্তী ছবির গল্প, এমন একটি গল্পের ছবিতে নায়কের ভূমিকায় ক্রেগ একদম যোগ্যতম প্রার্থী। তবে বলিউডের ছবিতে কাজ করবেন কিনা তা নির্ভর করে ক্রেগের সম্মতির উপর।

এর আগেও বলিউডের প্রথম সারির তারকারা হলিউডের ছবিতে কাজ করলেও, হলিউডের প্রথমসারির তারকাদের কখনোই দেখা যায় বলিউডি ছবিতে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 326