MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হলিউড ছবির প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা!

In সিনেমা জগৎ - Jun 02 at 7:43am
হলিউড ছবির প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা!

এবার হলিউডের আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড বাবল সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো জানাননি এই অভিনেত্রী।

হলিউডের এ মুভিতে প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে বলেও জানা গেছে। এরই মধ্যে দুটি বিদেশি বিনোদন ম্যাগাজিনের কভার ফটোতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে।

গুজব শোনা যাচ্ছিল পরবর্তী বন্ডগার্ল হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে তিনি ওই সিনেমার অডিশনেই অংশ নেননি।

৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা এরইমধ্যে কোয়ান্টিকো টিভি সিরিজ দিয়ে মার্কিন পর্দা মাতিয়েছেন। পিপলস চয়েসে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 377