MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'তেরা ইন্তেজার'এ আরবাজ খান!

In সিনেমা জগৎ - May 31 at 11:09pm
'তেরা ইন্তেজার'এ আরবাজ খান!

'তেরা ইন্তেজার' সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন সালমান খানের ভাই আরবাজ খান। এই সিনেমাটি রোমান্স এবং নাচে-গানে ভরপুর হবে বলে জানিয়েছে ডেক্কান ক্রনিকল।

আরবাজের সঙ্গে তার সিনেমার কাজ শুরু হবে অাগস্টে। আরবাজকে শেষ দেখা গেছে গত বছরের সিনেমা 'কিস কিসকো প্যায়ার কারু'তে।

জানা যায়, সিনেমাটির জন্য আরবাজকে নেয়া হয়েছে আরও আগেই, তবে বেশ কয়েকমাস ধরে সানির সম্মতি পাওয়া যাচ্ছিল না। অবশেষে সিনেমার গল্প পড়ে লিওনি রাজি হয়ে গেলেন সঙ্গেই সঙ্গেই।

সম্প্রতি শোনা যাচ্ছিল, এখন থেকে পর্দায় ঘনিষ্ঠ না হওয়ার ঘোষণা দিয়েছেন সানি। পরে সানি জানান, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আপত্তি নেই তার, তবে পর্দায় চুমু খাবেন না তিনি।

মে মাসের শুরুতে মুক্তি পেয়েছে সানি অভিনীত 'ওয়ান নাইট স্ট্যান্ড', যা বক্স অফিসে ভাল করতে পারেনি। এছাড়া শাহরুখ খানের 'রাইস'-এর একটি আইটেম গানে নেচেছেন সানি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 376