MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

In ক্রিকেট দুনিয়া - May 31 at 4:27pm
টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

আইসিসির টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে স্বদেশি তারকা স্টুয়ার্ট ব্রডকে পেছনে ফেলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। দলের এমন সাফল্যে সবশেষ দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আর ওই ১৮ উইকেটে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ এই তারকা বোলার।

গত জানুয়ারি থেকে টেস্ট বোলিং র‌্যাংঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ব্রডের দখলে ছিল। তবে গ্রীষ্মের শুরু থেকেই দারুণ ফর্মে অ্যান্ডারসন। নতুন র‌্যাঙ্কিং ঘোষণার আগে মোট ১৮ উইকেট পান অ্যান্ডরসন যেখানে ব্রড পান ১০ উইকেট।

আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ৮৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অ্যান্ডারসন। ৮৬৯ পয়েন্ট তৃতীয় স্থানে নেমে গেছেন শীর্ষে থাকা ব্রড। আর ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

অন্যদিকে ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ৮৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 482