MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিয়ে করলেন নায়িকা প্রিয়মণি

In বিবিধ বিনোদন - May 31 at 1:16pm
বিয়ে করলেন নায়িকা প্রিয়মণি

চেন্নাই এক্সপ্রেসের ‘পুনম কি চান্দ’ হানটির কথা মনে আছে নিশ্চয়ই? প্রিয়মণিই সেই রঙ্গিনী নর্তকী। তার নৃত্যবিভঙ্গের তুলনা হয় না। তাছাড়া যারা দক্ষিণী সিনেমা দেখতে ভালবাসেন তারা সবাই চেনেন প্রিয়মণিকে।

তবে এই দক্ষিণী নায়িকার পরিচয় কিন্তু এখানেই শেষ নয়। সম্পর্কে তিনি আবার বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের বোন। সেই প্রিয়মণিই এবার বিয়ে করতে চলেছেন।

গত শুক্রবার সেরে ফেলেছেন তার এনগেজমেন্ট। পাত্র বহুদিনের বয়ফ্রেন্ড মুস্তাফা রাজ। বেঙ্গালুরুর বাড়িতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানেই সেরেছেন আনুষ্ঠানিক বাগদান পর্ব। তার পরেই টুইট করে জানিয়েছেন এই সুখবর। সঙ্গে দু’জনের ছবি।

উল্লেখ্য, প্রিয়মণির পুরো নাম প্রিয় বাসুদেব মণি আইয়ার। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একযুগ ধরে দক্ষিণের ছবিতে চুটিয়ে অভিনয় করছেন প্রিয়মণি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার-সহ একাধিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন প্রিয়মণি।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1230
Post Views 531