MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফের আরিয়ান-নভ্যার পার্টির ছবি প্রকাশ

In বিবিধ বিনোদন - May 30 at 11:49pm
ফের আরিয়ান-নভ্যার পার্টির ছবি প্রকাশ

যতই তাঁরা নিজেদের বন্ধু বলে দাবি করুন, তাঁদের প্রেম নিয়ে বলিউডি গুঞ্জন নতুন নয়। তাঁরা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এবং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি গ্র্যাজুয়েট হয়েছেন এই দুই নিউ এজ সেলেব। আর তার পরেই লন্ডনে একসঙ্গে পার্টি করতে দেখা গেল দু’জনকে। নভ্যা এবং আরিয়ানের সেই পার্টির ছবি এখন ওয়েব ওয়ার্ল্ডে ভাইরাল! আফটার রেজাল্ট দু‌’জনে ডিনার পার্টিতে গিয়েছিলেন বলে জানা গেছে।

গত ২৫ মে কর্ণ জোহরের বার্থডে পার্টিতে লন্ডনে হাজির ছিলেন দু’জনেই। আর তার পরই এক ‘মিস্ট্রি গার্ল’-এর সঙ্গে দেখা যায় শাহরুখ পুত্রকে। জল্পনা হয়, তবে কি ওই রহস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়ালেন আরিয়ান? সেই জল্পনাতেই ফের জল ঢেলে দিল আরিয়ান-নভ্যার ডিনার পার্টির ছবি।

সূত্র: আনন্দবাজার

Googleplus Pint
Jafar IqBal
Posts 1514
Post Views 397