MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট নিয়ে কী বললেন অমিতাভ?

In বিবিধ বিনোদন - May 30 at 11:46pm
ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট নিয়ে কী বললেন অমিতাভ?

ভাবতে পারেন, ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে এখনও ফ্যাশন দুনিয়ার চর্চায় ঐশ্বরিয়া রাই বচ্চনের বেগুনি লিপস্টিক! আর এ বার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং অমিতাভ বচ্চন।

সম্প্রতি অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক নিয়ে যে এত চর্চা হচ্ছে, এ ব্যাপারে তাঁর কী মত? উত্তরে বিগ বি বলেন, ‘আমি ঐশ্বর্যাকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের এক্সপ্রেস করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে দর্শকরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের এক্সপ্রেস করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তাহলে তো তাতে কোনো ভুল নেই।’

বেগুনি লিপস্টিক পরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন রাই সুন্দরী। তবে তা নিজের মতো করে সামলেওছিলেন। আর এবার পাশে পেলেন অমিতাভকেও।

সূত্র: আনন্দবাজার

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 645