MysmsBD.ComLogin Sign Up

ফের একসঙ্গে শাহরুখ-আনুশকা!

In সিনেমা জগৎ - May 30 at 9:19pm
ফের একসঙ্গে শাহরুখ-আনুশকা!

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দুটি ছবি করেছেন বিরাট কোহলির বান্ধবি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

'যাব তাক হ্যায় জান' এবং 'রব নে বানাদি জোড়ি' ছবি দুটি সে সময় বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিলো।

এবার তৃতীয় বারের মত জুটি হয়ে আসছেন তারা।

ইমতিয়াজ আলির পরিচালনায় নতুন এ প্রজেক্টে বলি বাদশার নায়িকা হিসেবে এরই মধ্যে আনুশকার নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে প্রকাশ হয়েছে, নাম ঠিক না হওয়া এ ছবিতে আগে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা থাকলেও পরে আনুশকার নাম উঠে আসে। গত ৬-৭ বছরে শাহরুখ দুজনকে নিয়ে অভিনয় করে সফল হলেও পরিচালকের বিশেষ পছন্দের কারণে আনুশকাই সুযোগটি পাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বর্তমানে সালমান খানের ‘সুলতান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন আনুশকা। ছবিটির কাজ শেষ হলেই ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধবেন তিনি।

Googleplus Pint
Noyon Khan
Posts 3489
Post Views 482