MysmsBD.ComLogin Sign Up

আজকের রাশিফল : ৩০ মে , ২০১৬

In আজকের রাশিফল - May 30 at 12:27am
আজকের রাশিফল : ৩০ মে , ২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনার আশেপাশের পরিস্থিতি এবং পরিচিত মানুষরা আপনার পক্ষে অস্বস্তিজনক হয়ে উঠতে পারে। প্রেমে যোগ শুভ। কর্মে বাঁধা আছে। ব্যবসায়ে মিশ্র যোগ বর্তমান। ভ্রমণ যোগও শুভ। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারে ও কর্মক্ষেত্রে অন্যদিনের থেকে একটু বেশি সচেতন থাকা দরকার। দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে। কর্মেও উন্নতির যোগ আছে। ব্যবসা যোগ শুভ, তবে যাত্রা যোগে বাঁধা আছে। পথে ছোটখাটো সমস্যা আসতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
আপানর আশপাশের মানুষরা কী বলছে, কী ভাবছে সেদিকে না তাকিয়ে লক্ষ্যে স্থির থাকুন। ব্যবসায়ে মিশ্র ফল লাভ হবে। শিক্ষায় শুভ যোগ বর্তমান। প্রেমের সমস্যার সমাধান হবে। দাম্পত্য যোগও শুভ। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
হাসি-খুশি থাকার চেষ্টা করুন। মনে আনন্দ থাকলে পরিবেশে শুভ ভাব বজায় থাকবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। নতুন বন্ধুর সঙ্গেও আলাপ হবে। কর্মে উন্নতির যোগ আছে। বিদেশ যাত্রায় বাঁধা। শিক্ষা শুভ, শুভ দিক দক্ষিণ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে পড়তে পারেন। প্রেমে বন্ধুর সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সুখের যোগ আছে। ব্যবসায়ে নতুন সুযোগ আসবে। শিক্ষা যোগ শুভ। ভ্রমণের যোগ আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর)
আর্থিক বিষয় নিয়ে পরিবারের বড়দের সঙ্গে মতের অমিল হতে পারে। ব্যবসা বাড়ানো নিয়ে মতানৈক্যের আশঙ্কা রয়েছে। প্রেমেও বাঁধা আসবে। দাম্পত্যে মিশ্র যোগ আছে। নতুন ব্যবসা শুরুর যোগ, কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ইতিবাচক মানসিকতার ফলে সফলতার সম্ভাবনা আছে। দাম্পত্যে সামান্য ঘটনায় সমস্যার যোগ আছে। কর্মে শুভফল লাভ হবে। বিদেশ যাত্রায় বাঁধা আছে। পথে আঘাতের যোগ বর্তমান। শুভ দিক পশ্চিম।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
দলবদ্ধ হয়ে কাজ করলে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। বন্ধুদের সাহায্যে কর্মে সফলতার যোগ আছে। সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা বাড়তে পারে, শিক্ষায় বাঁধা আছে। বিদেশ যাত্রায়ও বাঁধার সম্মুখীন হতে পারেন এ রাশির জাতকরা। ব্যবসায়ে শুভ যোগ বর্তমান।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৮

ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর)
আকস্মিক ঘটনার মুখোমুখি হতে পারেন। অবাক করা কোনো ঘটনাও স্বপক্ষে আসতে পারে। আর্থিক ক্ষতি হতে হতে বেঁচে যাবেন। ব্যবসায়ের সমস্যা সমাধান হবে। প্রেমে সফলতা আসবে। দাম্পত্য যোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমের সম্পর্ক নতুন মোড় নিতে পারে। একাধিক প্রেমের প্রস্তাব আসতে পারে। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষা যোগ শুভ। যোগ আছে পরিবারের সবার সঙ্গে বিনোদন যাত্রার। তবে যাত্রা যোগে বাঁধা থাকতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমের দিকে মোড় নিতে পারে। উপহার প্রাপ্তির যোগ আছে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে লাভ বৃদ্ধি হবে। যাত্রা যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ)
প্রেমের সম্পর্কে অবিশ্বাসের জন্ম হতে পারে। দাম্পত্য যোগে সমস্যার যোগ আছে। নতুন ব্যবসায় সাফল্য লাভ হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের যোগ আছে। আর্থিক লাভ বাড়বে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4142
Post Views 743