MysmsBD.ComLogin Sign Up

ঈদের আগে মুক্তি পাবে না নতুন কোনো সিনেমা!

In সিনেমা জগৎ - May 28 at 2:11pm
ঈদের আগে মুক্তি পাবে না নতুন কোনো সিনেমা!

প্রেক্ষাগৃহগুলোতে জুন মাস থেকে ঈদুল ফিতর পর্যন্ত মুক্তি পাবে না নতুন কোনো সিনেমা। পুরো রমজান মাস দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে পুরনো ছবি।

এই বিরতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রস্তুতি নেবেন ঈদের চলচ্চিত্র প্রদর্শনের। চলতি মাসের আলোচিত ছবিটি ছিল অস্তিত্ব। অনন্য মামুনের পরিচালনায় ছবিতে অভিনয় করেন আরেফিন শুভ ও তিশা। মে মাসে পর্যায়ক্রমে মুক্তি পায় সায়েম জাফর ইমামী পরিচালিত রুদ্র এবং আলিশা প্রধান অভিনীত দিওয়ানা মন।

রমজান শুরুর আগে এগুলোই ছিল সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা। রমজানের কারণে জুন মাস জুড়ে মুক্তি পাবে না নতুন কোনো সিনেমা। প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে পুরনো ছবিগুলোই।

তাইতো এখন অপেক্ষা ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর জন্যই। কোন সিনেমা মুক্তি পাবে ঈদে–তা এখনো চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে ঈদুল ফিতরেই তারা মুক্তি দিতে যাচ্ছে বিগ বাজেটের দুটি সিনেমা–শিকারী ও বাদশা। যদিও এই দুই সিনেমার কোনোটিই এখনো পায়নি সেন্সর সার্টিফিকেট।

এদিকে, শাকিব খানের আরো দুটি সিনেমা সম্রাট ও মেন্টাল ঈদে মুক্তি পাবার কথা শোনা গেলেও, বাকী রয়েছে ছবি দুটির কাজ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 745