MysmsBD.ComLogin Sign Up

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

In ক্রিকেট দুনিয়া - May 27 at 2:29pm
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। তিন ফরম্যাটের সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বার্ষিক সূচি প্রকাশ করেছে। সেখানেই বাংলাদেশের সূচির পাশাপাশি ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের অনুষ্ঠেয় সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচগুলো হবে ক্রাইস্টচার্চ, নেপিয়ার, নেলসন, ওয়েলিংটন ও মাউন্ট মাউনগানুইতে।


আগামী ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে।

ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিলল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠেই ৮ জুন হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4118
Post Views 1320