MysmsBD.ComLogin Sign Up

নিজের অতীত নিয়ে মুখ খুললেন প্রভা!

In বিবিধ বিনোদন - May 27 at 10:30am
নিজের অতীত নিয়ে মুখ খুললেন প্রভা!

কয়েক বছর আগে ছড়ানো অভিনেত্রী প্রভার সেক্স ক্লিপ এখনও অনেকের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ঘাটলে পাওয়া যাবে। সাবেক প্রেমিকের ছড়িয়ে দেওয়া এসব ভিডিও ফুটেজের কারণে ধিক্কার উঠেছিল প্রভার বিরুদ্ধে। অনেকেই ধারণা করেছিল, এরপর হয়ত প্রভাবে আর দেখা যাবে না। হয়ত সে দেশ ছাড়বে, না হয় আত্মগোপনে চলে যাবে। হয়ত লজ্জায় অপমানে জীবন থেকেও বিদায় নিতে পারে। কিন্তু না, প্রভা সেটা করেনি।

প্রতিকূল সময়কে মোকাবেলা করে প্রভা আবার স্বমহিমায় ফিরে এসেছে। অভিনয় করছে। মানুষ ভুলে গেছে প্রভার সেই স্ক্যান্ডাল। মানুষ একসময় ভুলে যায়। তাই তো মডেল সাবিরা হোসাইনের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি ফেসবুকে লিখেছেন, ''আত্মহত্যাই যদি কষ্ট থেকে বেঁচে থাকার উপায় হয়, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি।''

মডেল অভিনেত্রী সাবিরার আত্মহত্যার প্রতিক্রিয়ায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ''এই যে এত কষ্ট, এত অপমান, এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। আত্মহত্যাই যদি কষ্ট থেকে বেঁচে থাকার উপায় হয়, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি। এমন না ২০১০ সালের পর আমার জীবনে কোন বড় বড় দুঃখ আসেনি, তবে বেঁচে থাকার আনন্দ খুব করে উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এই ভাবে উপলব্ধি করতে পারি নাই।

ভালই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে অপমানে অন্যদের সঙ্গে উচু গলায় কথা বলে, বুঝায় এটা ওরা নিতে পারছে না। তখন এক গাল হাসি হেসে নিজের মাথায় নিজে হাত বুলায় বলি দেখ প্রভা মনি, মরে গেলে এই নিরাপত্তার অভাব বোধটুকু দেখতে পেতে? অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পরিমানটাও কিন্তু খারাপ নাহ। আরও কষ্ট পাবো আরও সুখ পাওনা রয়ে গেছে, সেগুলো উপভোগ করতে হবে না? জীবন সুন্দর।''

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 1061