MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কান ফোটানোর উপকারিতা

In লাইফ স্টাইল - May 26 at 2:27pm
কান ফোটানোর উপকারিতা

বহুকাল ধরে নারীদের কান ফোটানোর রেওয়াজ আছে। জানা যায় শুধু নারীরাই নয়, আগেকার দিনে পুরুষরাও কান ফুটো করে দুল পরতেন। অবশ্য সময়ের পরিবর্তনে সেই প্রথাও ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে।

পুরুষেরা এখনও যে পরে না এমন কিন্তু নয়, তবে তা খুবই নগন্য। এতে শুধু মাত্র স্টাইল স্টেটমেন্ট বাড়ে না, কান ফোটানোর অনেক উপকারও রয়েছে। অবাক হলেও কিন্তু এটাই সত্যি।

জেনে নিন কান ফোটানোর কিছু উপকারিতা-

১. দৃষ্টিশক্তি ভাল রাখে। চিকিৎসা পদ্ধতি বলে, কানের লতির ঠিক মাঝখানে চাপ দিলে দৃষ্টিশক্তি ভাল হয়।

২. কান ফোটানোর ফলে একাগ্রতাও বৃদ্ধি হয়। এই কারণেই বাচ্চাদের ৬ থেকে ৮ মাসের মধ্যে কান ফোটানো হয়।

৩. কানের লতিতে বিভিন্ন প্রেসার পয়েন্ট রয়েছে, তাই কানের মাঝখানে চাপ দিলে শরীরের ইমিউন সিস্টেম ভাল হয়। অসুস্থতা অনেকাংশেই কম হয়।

৪. যে সকল মানুয খুব তাড়াতাড়ি কোনো কিছুতে ঘাবড়ে যান, তাদের উৎকণ্ঠা থেকে দূরে রাখতে সাহায্য করে।

৫. কানের লতিতে চাপ দিলে হজম শক্তি বেশ ভালো হয়। অবসাদ কাটাতেও অনেকটাই সাহায্য করে। এমনকি অ্যালার্জিও দূর হয়।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2554
Post Views 425