MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঐশ্বরিয়ার অদ্ভুত লিপস্টিক নিয়ে যা বললেন সোনম!

In সিনেমা জগৎ - May 26 at 1:58pm
ঐশ্বরিয়ার অদ্ভুত লিপস্টিক নিয়ে যা বললেন সোনম!

সম্প্রতি, শেষ হওয়া কান উৎসবে ঐশ্বরিয়া রায়ের ঠোঁটের অদ্ভুত বেগুনী লিপস্টিক নিয়ে সমালোচনা কম হয়নি। সে সমালোচনায় আগুনে ঘি ঢাললেন আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

সোনম বলেন, আলোচনায় থাকতেই ঐশ্বরিয়ার এ কাণ্ড।
প্রসাধনী দ্রব্য প্রস্ততকারক সংস্থার অ্যম্বাসেডর হিসেবে ভারত থেকে কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বর্য ও সোনম।

তবে এ বছর সব আলোচনার কেন্দ্রে ঐশ্বর্য। কারণ, সরবজিতের প্রিমিয়ারের দিন তার ঠোঁটে ছিল অদ্ভুত বেগুনী লিপস্টিক। আর এ অদ্ভুত লিপস্টিক লাগানোকে ঐশ্বর্যর আলোচনায় থাকার কৌশল হিসেবেই দেখছেন সোনম।

তিনি বলেছেন, স্টাইল করাই আসলে আলোচনার কেন্দ্রে থাকার জন্য। ঐশ্বর্য সেটা সফলভাবে করেছেন।

কানের রেড কার্পেটের পর সোনমের পোশাক নিয়েও অনেক হাসি-ঠাট্টা হয়েছে। টুইটারের সে হালকা আওয়াজকে পাত্তা না দিয়েই সোনম বলেন, কয়েকজনের কথায় বিশেষ কিছু এসে যায় না। পৃথিবীর মানুষের সামনে ভারতীয় পোশাককে তুলে ধরার জন্যই তিনি শাড়ীর মত গাউন পড়েছিলেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 2727
Post Views 585