MysmsBD.ComLogin Sign Up

এক সিনেমায় একসঙ্গে তিন ‘খান’

In সিনেমা জগৎ - May 25 at 11:00pm
এক সিনেমায় একসঙ্গে তিন ‘খান’

ভক্তদের জন্য সুখবর! সত্যিই এবার একছবিতে দেখা যাবে তিন খানকে। সালমান খানের ‘সুলতান’ ছবির সঙ্গে সেই ছবিটি এ বছর ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

শাহরুখ-সালমান বা সালমান-আমিরকে এক ছবিতে দেখা যাওয়া আশ্চর্য কিছু না। কিন্তু শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে আমির! ব্যাপারটা হজম হওয়া মুশকিল। এই দুই খানের মধ্যে যা ঠান্ডা যুদ্ধ চলে, তাতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা শোনা গেলে, তা বিশ্বাস করা একটু কঠিন হয় বৈকি।

তবে সত্যিই কিন্তু ব্যক্তি শাহরুখ আর ব্যক্তি আমির স্ক্রিন শেয়ার করছেন না। পরিচালক ইকবাল সুলেমানের ছবির নাম ‘আমির সালমান শাহরুখ’।

ছবিতে এদের তিনজনের ভূমিকায় যারা অভিনয় করছেন, তাদের সাজানোও হয়েছে বাদশা, ভাইজান আর মিস্টার পারফেকশনিস্টের স্টাইলে।

এই তিনজনের নাম ব্যবহার করায় সুলেমান নিজে একটু চাপেই আছেন। তবে তিনি জানিয়েছেন, ‘আশা করি কোনও সমস্যা হবে না।’

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4118
Post Views 1165