MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাবধান ! ল্যাপটপে চার্জ দেওয়া অবস্থায় কাজ করে মৃত ভারতীয় যুবক !

In কম্পিউটার টিপস - May 25 at 10:56am
সাবধান ! ল্যাপটপে চার্জ দেওয়া অবস্থায় কাজ করে মৃত ভারতীয় যুবক !

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যদি আপনার ল্যাপটপে চার্জ দিয়ে কাজ করার অভ্যাস থাকে তাহলে সাবধান হোন। কারণ ল্যাপটপে চার্জ দিয়ে কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির বাসিন্দা ওই নিহতের নাম ব্রিজেশ রায় (২৩)। তিনি ফরিদাবাদের একটি কোম্পানিতে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন। কিছুদিন আগে ব্রিজেশের বিয়েও হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সে দেশে ছুটির দিনে দুপুর বেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতেই ছিলেন ব্রিজেশ। চার্জ দেওয়া অবস্থায় ল্যাপটপে কোনও গুরুত্বপূর্ণ কাজ সারছিলেন। সেই সময়ই হঠাৎ বিদ্যুতের শক লাগে তাঁর। ঘটনাটি ঘটে রবিবার দুপুর আড়াইটায় । আধঘণ্টার মধ্যে ব্রিজেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। তদন্তের স্বার্থে ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে ঐদিনই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1230
Post Views 850