MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোচ সংকটে ভারত

In ক্রিকেট দুনিয়া - May 23 at 11:53am
কোচ সংকটে ভারত

কোচ সংকটে ভুগছে ভারত। উপযুক্ত কোচ খুঁজে পাচ্ছে না বিসিসিআই। কোচ নিয়োগের কালক্ষেপন করতে হচ্ছে দেশটিকে। সঙ্গত কারণে সামনের জিম্বাবুয়ে সিরিজে স্থায়ী কোচ ছাড়াই খেলতে হতে পারে কোহলিদের।

ভারতীয় বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলিও বিষয়টি স্বীকার করেছেন যে, ‘ কোচ নিয়োগে আরো কয়েক মাস লেগে যেতে পারে। জিম্বাবুয়ে সিরিজের আগে কোচ পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে।’

১১ জুন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শুরু হবে ভারতের। এই সিরিজের পর ভারত উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে সেখানে।

ডানকান ফ্লেচার চলে যাওয়ার পর দলের দায়িত্ব দেয়া হয় টিম ডিরেক্টর রবী শাস্ত্রীর ওপর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর বিসিসিআই তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5286
Post Views 290