MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যখন ইচ্ছা হবে বিয়ে করবো : সালমান

In সিনেমা জগৎ - May 21 at 9:44am
যখন ইচ্ছা হবে বিয়ে করবো : সালমান

বিয়ে করার কথা অস্বীকার করছেন না বরং এমন মন্তব্যই করলেন যা সালমান খানকে নিয়ে ভক্তদের কৌতূহল, জল্পনাই উসকে দিল। ২৭ ডিসেম্বর, জন্মদিনে বিয়ে করছেন ৫০ বছরে পৌঁছে যাওয়া ‘বজরঙ্গী ভাইজান’, এহেন খবরে সরগরম বলিউড।

কাকে বিয়ে করছেন? ইউলিয়া ভান্তুর নামে যে রোমানিয় গার্লফ্রেন্ডের সঙ্গে ইদানিং তাকে দেখা যাচ্ছে, তাকেই নাকি জীবনসঙ্গী করছেন সালমান! শুক্রবার এখানে আইআইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যখন ইচ্ছা হবে বিয়ে করব। কবে-কখন বিয়ে করব, সেটা আপনাদের তো বলার প্রয়োজন নেই। ট্যুইট করে, ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেব। এখন এটা নিজের, ভক্তদের মধ্যেই সীমিত রাখছি।

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেত্রী, নিজের ঘনিষ্ঠ বন্ধু প্রীতি জিন্টার বিয়ের রিসেপশনে প্রথম ইউলিয়াকে নিয়ে প্রকাশ্যে আসেন সালমান। কয়েকদিন আগে সালমানের মা সালমা ও বোন আলভিরার সঙ্গেও মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ইউলিয়াকে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2636
Post Views 424