MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অনেক পুরুষই কড়ে আঙুলে লম্বা নখ রাখেন কেন? জেনে নিন

In জানা অজানা - May 20 at 3:32pm
অনেক পুরুষই কড়ে আঙুলে লম্বা নখ রাখেন কেন? জেনে নিন

আমরা অনেক সময়ই অনেক পুরুষকে দেখি কড়ে আঙ্গুলে নখ লম্বা করে রাখেন। কিন্তু কেন তারা এক হাতের একটি নখ এমন লম্বা করে রাখেন, তাকে কি কেউ জানি?

কারো কারো মতে কান চুলকোতে সুবিধা হবে ভেবেই বোধহয় এভাবে লম্বা নখ রাখা হয়। আসলে লম্বা নখ রাখার প্রকৃত কারণটি অন্য। এর নেপথ্যে রয়েছে অন্য কাহিনি।

জানা যায়, প্রাচীনকালে সমাজের উচ্চবিত্ত এবং উচ্চশ্রেণির মানুষেরা নিজেদের শ্রেণিগত পরিচয়ের চিহ্ন হিসেবে হাতের নখ বড় রাখতেন।

কিন্তু লম্বা নখ রাখলে কাজকর্ম করতে অসুবিধা হওয়া খুব স্বাভাবিক। কাজেই লম্বা নখ রাখা হত কেবল কড়ে আঙুলে, কারণ কাজ করার সময়ে এই আঙুলটিই সবচেয়ে কম ব্যবহার হয়।

পরবর্তীকালে প্রশাসনিক কর্তারা শ্রমিক শ্রেণির মানুষদের থেকে নিজেদের আলাদা করার জন্য কড়ে আঙুলের নখ বড় রাখতেন।

এখনকার দিনে যেসব পুরুষ কড়ে আঙুলে লম্বা নখ রাখেন তারা এই রীতিরই উত্তরাধিকার বহন করছেন বলে মনে করা হয়। এবং এখনকার দিনেও তাই সত্যিকারের খেটে খাওয়া মানুষদের মধ্যে এই রীতির প্রচলন তেমনভাবে দেখতে পাওয়া যায় না।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 685