MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সনির ১৬ মেগাপিক্স সেলফি ক্যামেরার ফোন!

In মোবাইল ফোন রিভিউ - May 19 at 2:50pm
সনির ১৬ মেগাপিক্স সেলফি ক্যামেরার ফোন!

ফেব্রুয়ারি মাসে সনি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক্সপেরিয়ার এক্স, এক্সপেরিয়া এক্সএ, এক্স এ পারফরম্যান্স মডেলে পর এবার নিয়ে এলো এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা। নতুন ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটিতে ফ্রন্ট ফেসিং অটোফোকাস। সঙ্গে আছে সনি এক্সমোর আর ক্যামেরা ব্যবহার। ফোনটির রিয়ার ক্যামেরা ২১.৫ মেগাপিক্সেলের।

অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেমে চালিত ফোনটির ডিসপ্লে ৬ ইঞ্চির ফুল এইচডি। এছাড়াও আছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি১০ প্রসেসর। র্যাম ৩ জিবি। সঙ্গে আছে মালি জিপিইউ। এতে বিল্টইন মেমোরি আছে ১৬ জিবি।

মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২০০ জিবি বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি ২৭০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। তবে ফোনটির দাম সম্পর্কে এখনো কোন ধারণা পাওয়া যায়নি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 746