MysmsBD.ComLogin Sign Up

যে কারণে বিয়ের পর সব মেয়েই মোটা হয়ে যায়

In লাইফ স্টাইল - May 18 at 10:25am
যে কারণে বিয়ের পর সব মেয়েই মোটা হয়ে যায়

বিয়ের পরই মেয়েরা কেন মোটা হয়ে যায়? অনেকের মনে এমন প্রশ্ন উঁকি দিয়ে থাকতে পারে। এবার জেনে নিন সেই প্রশ্নের উত্তর।
বিশ্বের নয়টি দেশে এক সমীক্ষা চালিয়ে দেখা গেছে, এর জন্য দায়ী বিয়ের পর দৈনন্দিন জীবনযাত্রা।

বিয়ে, মানুষের স্বাস্থ্য ও মনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে। একটা 'ফিল গুড' এফেক্ট কাজ করে। এর উপর বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। কিন্তু, সেইসময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়।

ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই। যার জেরে শরীরে মেদ বাড়তে থাকে।

Googleplus Pint
Md Sobuj Ahmed
Posts 217
Post Views 169