MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার জেমস বন্ডে প্রিয়াঙ্কা-দীপিকা!

In সিনেমা জগৎ - May 15 at 10:03am
এবার জেমস বন্ডে প্রিয়াঙ্কা-দীপিকা!

জেমস বন্ডের পরের ছবিতে নায়িকা বাছাইয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। ইতিমধ্যে বলিউড তারকা ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয়ের জন্য একটি তালিকাও তৈরি করা হয়েছে, যেখানে ঢুকে পড়েছেন বলিউডের দুই অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।

হলিউডে এখন প্রিয়াঙ্কা ও দীপিকা দু’জনেই পরিচিত নাম। প্রিয়াঙ্কা বেশ কয়েকটি হলিউড প্রোডাকশনে ইতোমধ্যেই অভিনয় করছেন। বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর সিনেমাটিক ভার্সনেও অভিনয় করছেন তিনি। এই ছবিতে তার ভূমিকা অনেকটাই খলনায়িকার। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ‘ট্রিপল এক্স’- সিরিজের আগামী প্রোডাকশনে অভিনয় করছেন। সেই ছবির কাজ জোরকদমে চলছে।

এক সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা ও দীপিকা দু’জনেই জেমস বন্ডের প্রোডাকশন টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। জেমস বন্ডের প্রোডাকশন টিমও এই দু’জনের সঙ্গে যোগাযোগ রেখেছে, খুব শিগগিরি দু’জনের স্ক্রিন টেস্ট নেওয়ার কথা। এমনটাও শোনা যাচ্ছে যে, প্রিয়ঙ্কা ও দীপিকা দু’জনকেই একসঙ্গে দেখা যেতে পারে বন্ডের পরের ছবিতে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 430