MysmsBD.ComLogin Sign Up

অফস্পিন বোলিং করে সবাইকে চমকে দিলেন ধোনি!

In ক্রিকেট দুনিয়া - May 14 at 2:00pm
অফস্পিন বোলিং করে সবাইকে চমকে দিলেন ধোনি!

ইডেন গার্ডেনে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অনুশীলন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চলছে মহেন্দ্র সিং ধোনির দলের জোর অনুশীলন।

ধোনির দল মাঠে থাকলেও শুরুতে ছিলেন না কেবল ধোনি। তাহলে কি অনুশীলনে নামবেন না ক্যাপ্টেন কুল? উপস্থিত সাংবাদিকদের মধ্যে এমন প্রশ্নও উদয় হচ্ছিল।

অবশেষে তিনি আসলেন। দলের বাকি সদস্যরা যখন ফুটবল নিয়ে ব্যস্ত, মাঠে ঢুকলেন ধোনি। সোজা বাইশ গজের দিকে। কিছুক্ষণ উইকেট দেখার পর নেটে।

হাতে তুলে নিলেন বল। এরপরই দেখালেন আসল চমক। দীর্ঘক্ষণ অফস্পিন বোলিং করে গেলেন। আর তাতেই সবার চোখ ছানাবড়া। আর একটা কৌতুহল তাহলে কি সাকিব-গম্ভীরদের বিরুদ্ধে বল হাতে দেখা যাবে ধোনিকে?

যদিও পুনে দলের যে অবস্থা তাতে ধোনির এই ‘মরিয়া’ আচরণটা মেনে নেয়াই যায়। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে একরকম যাচ্ছেতাই বিদায়ই ঘটেছে প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নামা দলটি।

১১ ম্যাচে তিন জয় আর আট পরাজয় নিয়ে দলটি অবস্থান করছে আট দলের মধ্যে সবার শেষে। আর এর মধ্য দিয়ে আইপিএলে তো বটেই, জাতীয় দলেও ধোনিকে আর অধিনায়ক না রাখার জন্য মত দিয়েছেন অনেকে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4150
Post Views 696