MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার সানিকে টপকে শীর্ষে প্রিয়াঙ্কা!

In সিনেমা জগৎ - May 14 at 1:21pm
এবার সানিকে টপকে শীর্ষে প্রিয়াঙ্কা!

বছর ঘুরে আবারও অনুষ্ঠিত হল টাইমস অফ ইন্ডিয়ার জরিপ ‘ইন্ডিয়াস মোস্ট ডিজায়রেবল’।

এ জরিপে ভারতের বহুল আকাঙ্ক্ষিত নারীদের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পেছনে ফেলেছেন গত বছরের বিজয়ী সানি লিওনকে।

২০১৫ সালের সেরা ৫০ জন আকাঙ্ক্ষিত নারীর জরিপে এবার ভোট এসেছে ২১ লাখ ৩৫ হাজার। এই তালিকায় প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা। গতবার যার অবস্থান ছিল ৬ নম্বরে।

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নায়িকা হওয়ার পর পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ও পদ্মভূষণ পুরস্কার জয়, অস্কারের মঞ্চে পদার্পণ, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা এবং মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজের কারণে পিসির বৃহস্পতি এখন তুঙ্গে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5474
Post Views 942