MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জনপ্রিয়তার রেকর্ড গড়লো আইপিএল

In ক্রিকেট দুনিয়া - May 14 at 10:11am
জনপ্রিয়তার রেকর্ড গড়লো আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নবম আসর মাঠে গড়ায় ৯ এপ্রিল । শুরুর দিকে আইপিএল নিয়ে মানুষের আগ্রহ খানিকটা কম ছিল, তবে একের পর এক রমাঞ্চকর খেলা আর নানা গসিপের জন্ম দেয়া আইপিএল এখন জনপ্রিয়তার তুঙ্গে।

এমন কী টিআরপির (টেলিভিশন রেটিং পয়েন্ট) দিক দিয়ে রেকর্ড গড়েছে আইপিএল এর নবম আসর। এ পর্যন্ত ৩১৭ মিলিয়ন লোক আইপিএলের খেলা দেখেছে।

আর এটা সম্ভব হয়েছে আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেল সনি ম্যাক্স, সনি সিক্স ও সনি ইএসপিএনের কারণে। এই ধারা চলতে থাকলে মৌসুম শেষে দর্শক জনপ্রিয়তার নতুন উচ্চতায় আরোহরণ করবে আইপিএলের চলতি আসর।

আইপিএলের শুরুর সপ্তাহ থেকে বর্তমানে ৪৫ শতাংশ টিআরপি বেড়েছে। ৯০২ জিভিএম নিয়ে আইপিএল সমগ্র ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি দেখা চ্যানেলের চেয়ে ২৩১ শতাংশ এগিয়ে রয়েছে।

আর প্রাইম টাইমে ৬৫৫ জিভিএম নিয়ে পুরো ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি দেখা চ্যানেলের চেয়ে ১৯৮ শতাংশ এগিয়ে রয়েছে।

সনি সিক্স ও সনি ইএসপিএনের যৌথ জিভিএম ২৪৫। এ সময়ে অন্যান্য স্পোর্টস চ্যানেলের জিভিএম কেবল ৩৭!

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5457
Post Views 618