MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সালমানের বিয়ের ঘোষণা দেবেন প্রীতি!

In সিনেমা জগৎ - May 13 at 7:16pm
সালমানের বিয়ের ঘোষণা দেবেন প্রীতি!

গত ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ে করেছেন প্রীতি জিনতা। বিয়ের পর এখনও দেননি রিসেপশন পার্টি। তবে শিগগিরই এক গ্র্যান্ড রিসেপশন পার্টি আয়োজন করছেন প্রীতি। এই পার্টিতেই নাকি সালমান খান ঘোষণা করবেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে তার বিয়ের দিন।

তবে এবার আর কানাঘুষো নয়। সালমানের মা ও বোনের সঙ্গে ইদানীং দেখা যাচ্ছে লুলিয়াকে। এমনকি সালমানের সঙ্গেও ‘সুলতান’ ছবির শুটিং সেটে দেখা করছেন এই রোমানিয়ান টিভি তারকা মডেল। তাই এই বছরই বিয়ে করছেন সালমান, কদিন ধরে এমন খবর শোনা যাচ্ছে বলিউডের বাতাসে।

ওদিকে সালমান-প্রীতি বলিউডের বেস্ট-ফ্রেন্ড। তাই বন্ধুর খুশির দিনেই নাকি নিজের বিয়ের সুখবর দিতে চান তিনি। মনে করা হচ্ছে, প্রীতির রিসেপশন পার্টির জন্যই এদেশে এসেছেন লুলিয়া। তাই সব কিছু যদি ঠিকঠাক থাকে এবছর এক হবেন এই দুই তারকা।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5278
Post Views 622