MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চুমু খাবেন না সানি, বিপাকে পরিচালক

In সিনেমা জগৎ - May 12 at 5:43pm
চুমু খাবেন না সানি, বিপাকে পরিচালক

পর্দায় সানিকে দেখে শিহরিত হন লাখো পুরুষ। আর যদি কোনো চুম্বন দৃশ্য হয় তাহলে তো কথাই নেই। কিন্তু পর্দায় আর চুমু খাবেন না সানি। আর তার এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পরিচালকরা।

সানি লিওনকে শেষবার পর্দায় চুমু খেতে দেখা গেছে রাগিনি এমএমএস-টু সিনেমায়। এরপর সানি লিওন অভিনীত এক পেহেলি লীলা, কুচ কুচ লোচা হ্যায়, মাস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু সিনেমাগুলোতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেলেও কোনোটিতেই চুম্বন দৃশ্যে দেখা যায়নি তাকে।

এদিকে চুমু ছাড়া সানির অন্তরঙ্গ দৃশ্যে যেন কিছুটা অসম্পূর্ণই থেকে যায়। পর্দায় রসায়ন যেন ঠিকমতো জমছে না। দর্শকও কিছুটা আফসোস করে হল ছাড়ছেন। তাই নির্মাতাদের গুণতে হচ্ছে লোকসান। সব মিলিয়ে সানির এমন সিদ্ধান্তে কিছুটা অসুবিধায় নির্মাতারা।

এদিকে সানির সাফ কথা, চিত্রনাট্যের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করবেন কিন্তু চুমু কখনোই না। দেখা যাক শেষ পর্যন্ত সানি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন কিনা।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5188
Post Views 1052