MysmsBD.ComLogin Sign Up

গাছের বয়স ৯ হাজার ৫০০ বছর!

In ভয়ানক অন্যরকম খবর - May 11 at 5:36pm
গাছের বয়স ৯ হাজার ৫০০ বছর!

৩ হাজার ৫০০ বছরের প্রাচীন এক গাছ আবিষ্কার হয়েছিলো ২০১২ সালে। বিজ্ঞানীদের মতে সেটিই ছিলো পূর্ব আফ্রিকার ফিনিশি আর প্রদেশের সব থেকে প্রাচীন জীবিত গাছ।

সারা দুনিয়া সেই 'দ্য সেনোটর' নামক ১১৮ ফুট উঁচু গাছ নিয়ে কম মাতামাতি করেনি। এবার আরও এক আশ্চর্য আবিষ্কার। এবার আরও এক গাছের খোঁজ মিললো, যার বয়স ৯ হাজার ৫০০ বছর। অবিশ্বাস্য, তবে সত্যি।

সুইডেনে মিলেছে এই গাছ। সুইডেনের মানুষ এই গাছকে চেনেন 'ওল্ড টি জিক্কো' নামে। এই গাছ দেখতে অবিকল চার্লি ব্রাউন ক্রিসমাস ট্রি'র মতো। পার্বত্য অঞ্চলেই এই গাছের জন্ম।

বেশির ভাগ সময়ই বরফাবৃত থাকে 'ওল্ড টি জিক্কো'। উচ্চতা ১৬ ফুট। ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে 'মথুশেলহের' নামে এক গাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার বয়স নাকি অন্তত ৫০০০ বছর।

Googleplus Pint
Noyon Khan
Posts 3264
Post Views 704