MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ধুম রিলোডেড এ সালমান-রণবীর!

In সিনেমা জগৎ - May 10 at 7:27pm
ধুম রিলোডেড এ সালমান-রণবীর!

যশরাজ ফিল্মসের ‘ধুম’ ছবির সিক্যুয়েল আসছে। নতুন এই সিক্যুয়েলের নাম ‘ধুম রিলোডেড’। এই ছবিতে বলিউডের দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকার উপস্থিতি নিয়ে গুঞ্জন আছে।

জানা গেছে, সালমান খান ও রণবীর সিংকে নাকি এ ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে। তবে চমক আছে আরো। তাঁদের একজন অভিনয় করবেন খল চরিত্রেও।

দীর্ঘদিন বলিউডে কাজ করছেন সালমান খান। সব সময় শুধু নায়কই হয়েছেন। কিছুদিন আগে সালমান নেতিবাচক চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ জন্য বলিউড পারায় এখন ‘ধুম রিলোডেড’ ছবিতে এই তারকার সেই ইচ্ছা পূরণের কথা শোনা যাচ্ছে। আর যদি তা-ই ঘটে, তাহলে এই ছবির নায়ক হবেন রণবীর সিং।

রণবীরের বলিউডে অভিষেক যশরাজ ফিল্মসের ব্যানারে। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে এই অভিনেতা চলচ্চিত্রে নাম লেখান।

সালমান ও রণবীর, বলিউডে দুজনের জনপ্রিয়তাই এখন তুঙ্গে। ধারণা করা হচ্ছে, ‘ধুম’ ছবির এই সিক্যুয়েলটিও এই দু`জনকে নিয়ে ব্যাপক সফতা অর্জনে সক্ষম হবে।

সূত্র- এনডিটিভি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5482
Post Views 426