MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আইপিএল শেষ অ্যাডাম মিলনের

In ক্রিকেট দুনিয়া - May 07 at 1:03pm
আইপিএল শেষ অ্যাডাম মিলনের

এবারের আইপিএলে বিদেশি খেলোয়াড়ের ইনজুরির তালিকাটা দিন দিন বড়ই হচ্ছে। সবশেষ এ তালিকায় যোগ হয়েছেন অ্যাডাম মিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই কিউই পেসার।

এর আগে কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস, লেন্ডল সিমন্স, স্টিভেন স্মিথ, মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটাররা চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। দীর্ঘদিনের হাঁটুর চোটের কারণে লাসিথ মালিঙ্গা তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠেই নামতে পারেননি।

আইপিএলে ১২ এপ্রিল বেঙ্গালুরুর প্রথম ম্যাচের একাদশে ছিলেন মিলনে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে বল হাতে ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর অবশ্য আর একাদশেই জায়গা হয়নি তার।

মিলনের চোট নিয়ে ফ্রাঞ্চাইজিটির কেউ কোনো মন্তব্য না করলেও শোনা যাচ্ছে, মিলনে কদিন আগেই দেশে ফিরে গেছেন। এখন পর্যন্ত মিলনের বিকল্প খেলোয়াড় ডাকেনি বেঙ্গালুরু।

এবারের আইপিএলে বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের নিয়েও বোলিং ব্যর্থতায় ধুঁকছে বেঙ্গালুরু। সাত ম্যাচে কোহলির দল জিতেছে মাত্র দুটিতে!

আগামী সোমবার নিজেদের পরবর্তী ম্যাচে বর্তমানে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5474
Post Views 220