MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

১০৩ বছরে প্রথম ভোট দিলেন আজগর!

In সাধারন অন্যরকম খবর - May 06 at 7:41am
১০৩ বছরে প্রথম ভোট দিলেন আজগর!

প্রথম ভোট দেয়ার আনন্দ অন্যরকম। তবে প্রথম ভোটই যদি হয় ১০৩ বছর বয়সে। হ্যা, ভারতের কোচবিহারের দিনহাটা বিধানসভার অন্তর্গত আজগর আলি ১০৩ বছর বয়সে তার জীবনের প্রথম ভোট দিলেন। কারণ এতদিন তিনি বাংলাদেশের ছিটমহলের বাসিন্দা ছিলেন।

২০১৫ সালের ১ অগাস্ট ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পরে আজগর আলির মতো ৯৭৭৬ জন ভোটার এবার প্রথম ভোট দিলেন।

নিজের পরিবারের তিন প্রজন্মের সঙ্গে ভোট দেন আজগর আলি। বর্তমানে তিনি মশালডাঙ্গার বাসিন্দা। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় বিশেষ গাড়িতে চড়ে এদিন ভোট দিতে যান আজগর।

বুথের ভেতরে ঢুকে কিছুটা হকচকিয়েও যান ওই বৃদ্ধ। নির্বাচন কমিশনের এক আধিকারিকের সাহায্যে ভোট দেন তিনি। এরপরে বেরিয়ে এসে ভি-চিহ্নও দেখান আজগর।

ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই বাবার হাত ধরে ময়মনসিংহ থেকে কোচবিহারের মধ্য-মশালডাঙ্গায় এসেছিলেন আজগর আলি। সঙ্গে এসেছিলেন মা ও ভাই। কিছুদিন এই এলাকায় বসবাসের পরে ময়মনসিংহে ফিরে যান মা ও ছোট ভাই।

বাবার সঙ্গে মধ্য-মশালডাঙ্গায় থেকে যান অজগর আলি। সেখানেই বিয়ে করেন এবং নিজের সংসার গড়েন।

বর্তমানে তার একটাই স্বপ্ন, শেষজীবনে এলাকার উন্নয়ন দেখতে চান তিনি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2742
Post Views 329