MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ওয়ানডে ও টি২০ নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান

In ক্রিকেট দুনিয়া - May 04 at 11:26pm
ওয়ানডে ও টি২০ নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এখন সাত নম্বরেই রয়েছে। আর টি২০-এ রয়েছে ১০ নম্বর। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী টেস্টের মতো ওয়ানডে-তেও শীর্ষে অস্ট্রেলিয়া। টি২০-তে নতুন ফার্স্ট বয় নিউজিল্যান্ড। টেস্টের মতো ওয়ানডে-তে ভারত দু নম্বরে। সদ্য টি২০ বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ কুড়ির ক্রিকেটে তিন নম্বর স্থানে থাকলেও ওয়ানডেতে নবম স্থানে।

তবে তিন ধরনের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান ৯ নম্বরে। টেস্ট খেলিয়ে দেশদের মধ্যে সবার শেষে আফ্রিদিরা। টি২০-তেও পাকিস্তানের হাল বেশ খারাপ। পাকিস্তান আছে সাত নম্বরে। অবশ্য টেস্টে পাকিস্তান তিন নম্বরে আছে।

বাংলাদেশ দশ দেশের টি২০-র‌্যাঙ্কিং তালিকায় সবার শেষে। ওয়ানডে-তে অবশ্য তারা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের আগে সাত নম্বরে রয়েছে।

এক নজরে ওয়ানডে ও টি২০ ক্রিকেটে র‌্যাঙ্কিং:

ওয়ানডে র‌্যাঙ্কিং

১) অস্ট্রেলিয়া
২) নিউজিল্যান্ড
৩) দক্ষিণ আফ্রিকা
৪) ভারত
৫) শ্রীলঙ্কা
৬) ইংল্যান্ড
৭) বাংলাদেশ
৮) ওয়েস্ট ইন্ডিজ
৯) পাকিস্তান
১০) আফগানিস্তান।

টি২০ র‌্যাঙ্কিং

১) নিউজিল্যান্ড
২) ভারত
৩) ওয়েস্ট ইন্ডিজ
৪) দক্ষিণ আফ্রিকা
৫) ইংল্যান্ড
৬) অস্ট্রেলিয়া
৭) পাকিস্তান
৮) শ্রীলঙ্কা
৯) আফগানিস্তান
১০) বাংলাদেশ।"

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2590
Post Views 945