MysmsBD.ComLogin Sign Up

আইপিএল জিতলে তবেই ভাত খাবেন ইউসুফ পাঠান!

In ক্রিকেট দুনিয়া - May 04 at 3:51pm
আইপিএল জিতলে তবেই ভাত খাবেন ইউসুফ পাঠান!

দুপুর দেড়টা টিম হোটেল থেকে বের হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন ওয়াসিম আকরাম। বের হতে গিয়ে দেখলেন ইউসুফ পাঠান বসে আছেন লবিতে। সঙ্গে সঙ্গেই ওয়াসিম বলে উঠলেন, ‘‘এই যে আমার সুপারস্টার। কী করছ এখানে বসে?’’ পাশে বসা একজনকে দেখিয়ে ইউসুফ বললেন, বন্ধু এসেছে। গল্প করছিলাম। নাইটদের বোলিং-গুরু তখনও ইউসুফের বেঙ্গালুরু-ঝড়ে আচ্ছন্ন।

বলে চললেন, ‘‘অবিশ্বাস্য ইনিংস খেলেছিস। আমার ক্রিকেটজীবনে অনেক নাটকীয় ম্যাচ জিতেছি। এই ইনিংসটা তার মধ্যে ঢুকে পড়ল। যেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিলি তোরা, আমরা কেউ ভুলব না।’’

লবির রেস্তোরাঁয় বসে ইউসুফ তখন অন্য কাহিনি শোনাতে ব্যস্ত আকরামকে। বলে চললেন, ‘সোমবার ম্যাচ জিতে এসেও ভাত খায়নি। কড়া ডায়েট মেনে চলছি। আর আইপিএল শেষ না হওয়া পর্যন্ত এরকমই চলবে।’

তখন আকরাম হেসে উঠে বলে ফেললেন, ‘‘কাল যা খেলেছিস, তারপর এটুকু ছাড় দেয়াই যায়। এখন একটু ভাত খেতে চাইলে খেতে পারিস।’’ ইউসুফ তবু সেই প্রস্তাবে সাড়া দেবেন না বলে দিলেন। আকরামকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘‘থাক। এখন না। আইপিএল জিততে পারলে তবেই ভাত খাব। তার আগে যেরকম চলছে, চলুক।’’

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3807
Post Views 617