MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শাকিবের নায়িকা কে? শ্রাবন্তী না কোয়েল??

In সিনেমা জগৎ - May 03 at 4:22am
শাকিবের নায়িকা কে? শ্রাবন্তী না কোয়েল??

বসগিরি’ থেকে অপু বিশ্বাসের সরে দাঁড়ানোর পরপরই ঢালিউড পাড়ায় কানাঘুঁষা চলছে ‘বসগিরি’তে কে হচ্ছেন শাকিব খানের নায়িকা? শাকিবের নায়িকার সম্ভাব্য তালিকায় উঠে এসেছে টালিগঞ্জের জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী ও কোয়েল মল্লিকের নাম। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের দুজনের সঙ্গেই কথাবার্তা চলছে। তবে কে থাকছেন সিনেমায় বিষয়টি এখনো পরিস্কার করেনি ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান।

ইতোমধ্যে তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করাও হয়েছে বলে জানা গেছে। নায়িকার ছবিও পোস্ট করা হয়েছে ফেসবুকে। তবে ঠিক চেনা যাচ্ছেনা ছবিতে। বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন নির্মাতা। এব্যাপারে নির্মাতা শামীম আহমেদ রনিও পরিষ্কার করে কিছু জানালেন না। শুধু এটুকু জানিয়ে রাখলেন, শিগগিরই ঘোষণা করা হবে।

ছবিটির ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫ মে থেকে শুটিং শুরু হবে। শুরুর দিন বসুন্ধরার তিনশো ফিট এলাকায় শাকিব খান, মাজনুন মিজানসহ অন্যান্য শিল্পীরা যোগ দেবেন শুটিংয়ে। কোরবানি ঈদের মুক্তি পাবে ছবিটি। ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু মিজু আহমেদ প্রমুখ।

sourc- banglamail24

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1266
Post Views 1544