MysmsBD.ComLogin Sign Up

সানির মতে বলিউডের 'হটেস্ট' নায়ক রণবীর

In বিবিধ বিনোদন - May 03 at 4:09am
সানির মতে বলিউডের 'হটেস্ট' নায়ক রণবীর

বহু অনুরাগীর কাছে সানি লিওন বি-টাউনের ‘হটেস্ট নায়িকা।’ কিন্তু তাঁর মতে বলিউডের ‘হটেস্ট নায়ক’ কে জানেন?

সানির কাছে জানতে চাওয়া হলে দু’জনকে বেছে নেন তিনি। প্রথমেই স্বতঃস্ফূর্ত ভাবে রণবীর সিং-এর নাম বলেন নায়িকা। তাঁর মতে, রণবীর এই মুহূর্তে বলিউডের হেভিওয়েট পার্সোনালিটি। আর মানুষ হিসেবেই তিনি নাকি বেশ ভাল। তার পর কার নাম বললেন জানেন?।

সানির মতে ইন্ডাস্ট্রির দ্বিতীয় ‘হট’ পুরুষ হলেন আমির খান। তাঁর কথায়, আমির খানকে দেখতে তো খুব সুন্দর। তাই আলাদা আকর্ষণ রয়েছে।

নিন্দুকেরা যদিও বলছেন, সম্প্রতি মিডিয়ায় এক বিতর্কিত সাক্ষাত্কারের পর সানির পাশে দাঁড়িয়েছেন আমির। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েলকে নিয়ে লাঞ্চও করেছেন। তাই বলিউডে পায়ের তলায় মাটি আরও শক্ত করতেই আমির খানের লবিতে ঢুকতে চাইছেন সানি। সে কারণেই রণবীরের পরে হলেও আমিরকে বেছে নিয়েছেন।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1372
Post Views 792