MysmsBD.ComLogin Sign Up

আমি যা পারি, সানি পারেই না: পুনম

In সিনেমা জগৎ - May 02 at 7:13pm
আমি যা পারি, সানি পারেই না: পুনম

দাবিটা অবশ্য একেবারে ফাঁপা নয়! সত্যিই তো, পুনম পাণ্ডে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেন, সানি লিওন তার ধার-কাছ দিয়েও যান না!

কিন্তু, সে প্রসঙ্গে ঠিক এবার সানিকে চ্যালেঞ্জ জানালেন না পুনম। তাঁর বক্তব্য যে ব্যাপারটা নিয়ে, সেটাও অ্যাড্রিনালিন রাশ বাড়ায় ঠিকই! যদিও, ব্যাপারটা যৌনতা নয়।

তাহলে?
বিষয়টা আদতে ভয়! ভুতুড়ে ছবি।

পুনম পাণ্ডে এবার অভিনয় করছেন দক্ষিণী ছবিতে। কন্নড় এই ছবির নাম 'প্রোডাকশন নম্বর ওয়ান'। পুনমের দাবি, এই ছবিতে তিনি এমন ভয়ের শিহরণ জাগাবেন দর্শকদের শরীরে-মনে, যা সানি লিওন 'রাগিণী এমএমএস'-এ করে উঠতে পারেননি!

তবে, পুনম যা-ই বলুন না কেন, ছবির পরিচালক যুবরাজের বক্তব্য কিন্তু অন্য। তাঁর দাবি, এই ছবি এই প্রথম সেলুলয়েড-বন্দি করবে পুনমের যৌন আবেদনের সবটুকু। যা এর আগে 'নাশা' করে উঠতে পারেনি!

দেখা যাক, ব্যাপারটা কত দূর যায়!

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6981
Post Views 1582