MysmsBD.ComLogin Sign Up

১শ' বছর পর মেয়ে হয়েছে পরিবারে, তাই খুশির সীমা নেই!

In সাধারন অন্যরকম খবর - May 01 at 8:07am
১শ' বছর পর মেয়ে হয়েছে পরিবারে, তাই খুশির সীমা নেই!

এতদিন হাসপতাল থেকে ফোন এলেই সবাই জানত, পরিবারে আবার একজন পুরুষ সদস্যের সংখ্যা বাড়ল। কিন্তু, এবার যে ফোনটা এল, তা শুনে যেন নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না ওই পরিবারের লোকগুলোর। “মেয়ে হয়েছে, মেয়ে।” ১০০ বছর পর আবার কন্যাসন্তানের জন্ম হল ইডাহোর আন্ডারডাহল পরিবারে।

সালটা ছিল ১৯১৪। ঘর আলো করে এসেছিল ফুটফুটে এক ছোট্ট পরীর মতো একটি মেয়ে। তারপর চার প্রজন্ম পার হয়ে গেলে। কিন্তু এই পরিবারে কোনো মেয়ে সন্তানের জন্ম হলো না। ১০০ বছর পর আবার ঘর আলো করে এলো আরেকটা পরীর মতো কন্যা সন্তান। আর এই পরীর নাম রাখা হয়েছে অরেলিয়া।

১২ এপ্রিল জন্ম হয়েছে অরেলিয়ার। ছোট্ট অরেলিয়ার জন্য এরমধ্যেই কেনা হয়ে গেছে গোলাপি রঙের পোশাক, হেডব্যান্ড। এত বছর পর মেয়ের আগমনে বাড়ি জুড়ে এখন শুধুই খুশির হাওয়া।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 596