MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বলিউডে এই বছরের সব থেকে বিতর্কিত সিনেমা!

In সিনেমা জগৎ - Apr 30 at 8:46am
বলিউডে এই বছরের সব থেকে বিতর্কিত সিনেমা!

'দ্য মোস্ট কনট্রোভার্শিয়াল ফিল্ম অফ দ্য ইয়ার'। ট্রেলার দেখে আপনারও একই কথা মনে হতে পারে, ছবিটি নিঃসন্দেহে এ বছরের সব থেকে বিতর্কিত ছবি হতে চলেছে।

নামটাও যাকে বলে একটু হটকে, 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম'। খবর ইন্ডিয়াটাইমসের।
ট্রেলারে বেশ কিছু তথ্য দেখে খানিকটা অবাক হবেন। ভারতের সীমান্তে যেখানে প্রতি নিয়ত প্রতিবেশী দেশের হানাদারদের সঙ্গে গুলি বিনিময় হচ্ছে জওয়ানদের।

দু' পক্ষেরই, বরং বলা ভালো সীমান্তের দু'পারেরই মানুষ এতে নিহত হচ্ছেন। কিন্তু ভারতের মধ্যেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে এর থেকেও ভয়ানক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মাওবাদী অঞ্চলে ডিউটি করতে গিয়ে প্রত্যেক বছর বহু জওয়ান প্রাণ হারান। শুধু তারাই কেন, সঙ্গে নিহত হন হাজারে হাজারে সাধারণ মানুষ।

এই পরিস্থিতির খসড়ার ওপরই তৈরি হয়েছে সিনেমাটি। একটি বি-স্কুল ছাত্রের মুখ দিয়ে নিজের মতবাদ বলানো অধ্যাপক, নিজের আন্দোলনের পতাকা ছাত্রের হাতে দিয়ে নীরবে পেছনে থেকে কাজ করার অধ্যাপকের ভূমিকায় বেশ ভালো অনুপম খের।

বহু দিন বাদে বড় পর্দায় ফিরছেন পল্লবী জোশি। সঙ্গে রয়েছেন অরুণোদয় সিং, মাহি গিল, গোপাল সিং প্রমুখ। পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2754
Post Views 1082