MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রিয়াল বেতিসের বিপক্ষে প্রত্যয়ী বার্সেলোনা!

In ফুটবল দুনিয়া - Apr 29 at 10:52pm
রিয়াল বেতিসের বিপক্ষে প্রত্যয়ী বার্সেলোনা!

লা লিগার শিরোপা লড়াইয়ের তিন প্রতিদ্বন্দ্বীর খেলাই আগামী শনিবার। সবার আগে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলের খেলা শেষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এরপরই বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।

গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা এর আগের রাউন্ডেও সবার পরে খেলতে নেমেছিল। তৃতীয় স্থানে থেকে ম্যাচ শুরু করা এনরিকের দল স্পোর্তিং গিহনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান ফিরে পায়।

বেতিস ম্যাচের আগের দিন এনরিকে বলেন, 'কখনও কখনও আমাদের আগে খেলতে হয় এবং জিতি'। আর এটা তাদের উপর চাপ তৈরি করে। কখনও এর উল্টোটাও হয়।

আমরা যা করতে পারি তাহলো খেলতে যাব এবং আমাদের ম্যাচগুলো জিতব।
আগের দুটি ম্যাচের কথা না ভেবে শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চান এনরিকে।

'আমি রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে মনোযোগ দিয়ে কোনো শক্তি ব্যয় করছি না'। আমি শুধু বেতিস নিয়ে ভাবছি। প্রত্যেক ম্যাচই কঠিন। কিন্তু বিষয়গুলো আমাদের উপর নির্ভর করে। কারণ, আমরা শীর্ষে আছি।

৩৫ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েই দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।

Googleplus Pint
Noyon Khan
Posts 2723
Post Views 277