MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ওবামার নৈশভোজে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

In সিনেমা জগৎ - Apr 28 at 1:45pm
ওবামার নৈশভোজে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ আয়োজনে তার অংশ নেওয়ার বিষয়টি এতদিন চূড়ান্ত ছিলো না। এবার কেটেছে সে সংশয়।

বুধবার আমজাদ নামে একজন টুইটারে প্রিয়াঙ্কার কাছে জানতে চান আগামী ৩০ এপ্রিল তিনি হোয়াইট হাউসে যাচ্ছেন কি-না? উত্তরে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘হ্যা, আমি যাবো।’

এটাই হোয়াইট হাউসের প্রতিনিধিদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত শেষ নৈশভোজ অনুষ্ঠান। এখানে প্রিয়াঙ্কার পাশাপাশি অংশ নেবেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার, অভিনেত্রী জেন ফন্ডা, লুসি লিউ ও গায়ক গ্লাডিস নাইট।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক এই নৈশভোজ মূলত আয়োজন করা হয় সাংবাদিকতায় দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি হিসেবে বৃত্তি প্রদানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে। এখানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পাশাপাশি থাকবেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সংবাদ সংস্থার সদস্যরা।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 453