MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হঠাৎ আইপিএলের মাঠে সানি!

In ক্রিকেট দুনিয়া - Apr 28 at 1:36pm
হঠাৎ আইপিএলের মাঠে সানি!

দিল্লীর ফিরোজ শাহ কোটলায় চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচ। মাঠে লড়ছিল গুজরাট লায়ন্স ও স্বাগতিক দিল্লী ডেয়ারডেভিলস।

আর সেই ম্যাচ চলাকালেই হুট করে সবাইকে চমকে দিয়ে গ্যালারিতে হাজির হয়ে গেলেন বলিউডের আলোচিত তারকা সানি লিওন। আর এরই ফাঁকে নতুন সিনেমার প্রচারণার কাজটাও সেরে নিলেন।

সানির নতুন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। তারই প্রচার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজধানী দিল্লীতে। ব্যস্ততার মধ্যেও সময় বার করে সানি লিওন চলে এলেন জাহির খানদের হয়ে গলা ফাটাতে।

বুধবারের ফিরোজ শা কোটলার রাত রঙিন হয়ে উঠল সানি লিওনির ঝলমলে উপস্থিতিতে। লাল রংয়ের টি-শার্ট এবং নীল রঙের জিন্সে সানি আলোড়ন তুলে দিলেন গ্যালারিতে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2763
Post Views 925