MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক কেইন!

In ক্রিকেট দুনিয়া - Apr 28 at 1:35pm
নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক কেইন!

নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন জাতীয় টেস্ট ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন। আজ ব্রান্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হিসেবে তার নাম ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। কেইন হচ্ছেন কিউইদের ২৯তম টেস্ট অধিনায়ক।

ভারতে চলতি বছর অনুষ্ঠিত ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব দিয়েছেন ২৫ বছর বয়সী কেইন। এছাড়া একদিনের ক্রিকেটে ৩৬টি ম্যাচে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় পেয়েছেন ২০টি ম্যাচে। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র দল সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন।

কেইনকে টেস্ট অধিনায়ক করা প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'কেইন দীর্ঘদিন ধরেই দলের ভেতরে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ও চরম যোগ্য অধিনায়ক হওয়ার জন্য নিজেকে ইতোমধ্যে প্রদর্শন করেছেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 2723
Post Views 124