MysmsBD.ComLogin Sign Up

মুস্তাফিজকে ফোন করে যা বললেন কিং খান!

In ক্রিকেট দুনিয়া - Apr 28 at 1:32pm
মুস্তাফিজকে ফোন করে যা বললেন কিং খান!

অভিষেকের দিন থেকেই ভারতীয় মিডিয়ায় আলোচিত নাম বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ধোনির ধাক্কায় কিছুক্ষনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় মুস্তাফিজকে। এরপর তিনি যখন মাঠে ফেরেন, তখন এ ধাক্কায় পুরো ভারতকেই ম্যাচ থেকে ছিটকে দেন।

এরপর অনেক সময় গড়িয়েছে। আরও পরিনত হয়েছেন মু্স্তাফিজ। অনেক ম্যাচ একাই জিতিয়েছেন টাইগারদের। এবার মাতাচ্ছেন আইপিএল। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। বিশ্ব ক্রিকেটে বর্তমানে প্রধান আলোচনার বিষয়বস্তু টাইগার পেসার মুস্তাফিজ।

এরই মাঝে গতকাল রাতে মুস্তাফিজের সঙ্গে টেলিফোনে কথা বলেন কলকাতার মালিক ও বলিউড বাদশা শাখরুখ খান। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। এসময় শাহরুখ নাকি ফিজকে আগামীতে তার দল কেকেআরে খেলার আমন্ত্রন জানান।

ভবিষ্যতে আইপিএল এবং ক্যারাবিয়ান লীগে মুস্তাফিজকে নিজের দলে খেলানোর ইচ্ছে পোষণ করেন কিং খান। তবে মুস্তাফিজ কিং খানকে এ বিষয়ে কিছুই বলেননি। শুধু নাকি সে তার ভক্ত এমন কথাই বলেন কার্টার মাস্টার।

Googleplus Pint
Noyon Khan
Posts 3264
Post Views 966