MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আবারও প্যান্ট ছিঁড়ল জিদানের

In ফুটবল দুনিয়া - Apr 27 at 9:46am
আবারও প্যান্ট ছিঁড়ল জিদানের

উয়েফা চ্যাম্য়িন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ইত্তিহাদ স্টেডিয়ামে এই ম্যাচটি শেষ পর্যন্ত গোলশুন্য ড্রয়ে শেষ হয়।

তবে এই ম্যাচের মাঝ-পথেই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। এদিনও যে তার প্যান্ট ছিঁড়ে যায়! মূলত অতিরিক্ত মোভমেন্ট এবং পরিস্থিতির চাপের কারণেই এমন অবস্থা হয় ফরাসি এই কিংবদন্তির।

এর আগে উলফসবুগের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল উদযাপনে ডাগ-আউটে লাফিয়ে উঠলেই প্যান্ট ছিঁড়ে যায় জিনেদিন জিদানের!

তবে প্রথমে জিদানের এই দৃশ্য চোখে পড়েনি কারও। কারণ তখন মাঠে বেল-রোনালদোদের গোল উদযাপন নিয়েই যে ব্যস্ত সকলেই। পরবর্তীতে অবশ্য ক্যামেরায় ধরা পড়ে জিদানের প্যান্ট ছিঁড়ে যাওয়ার দৃশ্যটি।

তবে সেদিনের চেয়ে মঙ্গলবার সিটির বিপক্ষে জিনেজিন জিদানের প্যান্টের বড় একটা অংশ ছিড়ে যায়।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 233