MysmsBD.ComLogin Sign Up

স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তির মেধাতালিকা প্রকাশ বৃহস্পতিবার

In পড়াশোনা নিউজ - Apr 26 at 9:47pm
স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তির মেধাতালিকা প্রকাশ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২৮ এপ্রিল প্রকাশ করা হবে।

উভয় ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক (পাস) এর ক্ষেত্রে (nuatdgroll no লিখে এবং প্রফেশনালের জন্য (nuathproll no লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3828
Post Views 421