MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিজ দেশ ছেড়ে নতুন নামে পাকিস্তানের নাগরিকত্ব নিলেন ড্যারেন স্যামি!

In ক্রিকেট দুনিয়া - Apr 26 at 6:17pm
নিজ দেশ ছেড়ে নতুন নামে পাকিস্তানের নাগরিকত্ব নিলেন ড্যারেন স্যামি!

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি নিজ দেশ ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন বলে তোলপাড়!

এই খবরে তোলপাড় ক্রিকেট ভূবন। পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জামমির ক্রিকেটার স্যামি। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে মোটেই মিলছে না তার।

আজব খবরের ছড়াছড়ি টুইটারে। আফ্রিদির বড় ভাই জাবেদ আভিদির এক ট্যুইট বার্তায় লেখা রয়েছে, পাকিস্তানের প্রতি স্যামির গভীর অনুরাগের বিষয়টি দেখে আমরা তার নাগরিকত্বের ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করেছিলাম।

পাকিস্তানের খাইবার প্রদেশের মূখ্যমন্ত্রী পারভেজ খাটাক নিজের টুইটার আইডিতে লেখেন, জাভেদ আফ্রিদির বিশেষ অনুরোধে আমরা স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দিচ্ছি।

এ সময় তিনি ড্যারেন স্যামিকে ‘স্যামি খান’ নামে ডাকেন। পাকিস্তানে স্যামির নতুন নাম হচ্ছে নাকি স্যামি খান!

স্যামি ট্যুইট করে ধন্যবাদও জানান পাকিস্তানকে। এই ধরনের টুইটারে তোলপাড়। আর তাতে ধারনা যেন পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন স্যামি!

কি এক গুঞ্জনের ছড়াছড়ি। অবিশ্বাস্য একটি বিষয়ের আভাস পাওয়া গেছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5244
Post Views 1361