MysmsBD.ComLogin Sign Up

ফের সালমানের বাগদানের গুঞ্জন

In সিনেমা জগৎ - Apr 25 at 11:46pm
ফের সালমানের বাগদানের গুঞ্জন

বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান খান। এর আগে বেশ কয়েকজন বলিউড সুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেগুলো ভিত্তিহীন গুঞ্জন বলে এড়িয়ে গেছেন সালমান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে সম্প্রতি পাওয়া গেছে নতুন খবর। গোপনে নাকি বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেতা। আর পাত্রী রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। বলিপাড়ায় এ খবর পুরাতন হলেও আবার নতুন করে তা চাওর হওয়ার কারণ সালমানের কিছু ছবি।

অভিনেত্রী-রাজনীতিবিদ বিনা কাক সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। সালমান এবং তার পরিবারের সঙ্গে অবসর সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, সালমান হাত ধুচ্ছেন এবং তার ডান হাতের অনামিকায় একটি আংটি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে গোপনে বাগদান সম্পন্ন করেছেন সালমান। আর পাত্রী লুলিয়া। কারণ সেই ভ্রমণে সালমানের সঙ্গী ছিলেন লুলিয়া ভান্তুরও।

এদিকে শোনা যাচ্ছে, সালমানের হাতে কোনো আংটি ছিল না। যেটিকে আংটি বলে ভুল করা হচ্ছে তা ছিল পানির ফোটা। সূর্যের আলোতে পানির ফোটা চকচক করছিল। সেটিকেই সবাই আংটি বলে ভুল করছে।

অবশ্য সালমান ও লুলিয়াকে ঘিরে গুঞ্জন নতুন কিছু নয়। এর আগেও তাদের বাগদান ও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7067
Post Views 357