MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শুনলে রাতের ঘুম হারাম, কবরের মৃত ব্যক্তিদের তুলে এনে উৎসব!

In ভয়ানক অন্যরকম খবর - Apr 24 at 9:26pm
শুনলে রাতের ঘুম হারাম, কবরের মৃত ব্যক্তিদের তুলে এনে উৎসব!

বিশ্বে এমন উৎসব আর কোথাও আছে কি, যে উৎসবের কথা শুনলে রাতের ঘুম হারাম হয়ে যায়? পূর্ব পুরুষদের স্মরণ করার উত্সব। নানা নিয়মে, নানা আচারে তা পালিত হয়।

প্রায় একই রকম উত্সব পালিত হয় ইন্দোনেশিয়ায়। কিন্তু আচার-নিয়মের কথা শুনলে রীতিমতো চমকে যাবেন। রাতের ঘুমও উধাও হতে পারে এক নিমেষে।

এ উত্সবের নাম মানেনে, যার তর্জমা করলে দাঁড়ায় পূর্ব-পুরুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করা। কয়েক শতাব্দী পুরনো এ উত্সব এখনো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায়ের মানুষজন।

কীভাবে পালিত হয় এ উত্সব?

নিয়ম রীতি ভয়াবহ। পরিবারের শতাব্দী পুরনো সদস্যদের ফের একবার কবর থেকে বের করে আনা হয়। এরপর তাকে স্নান করিয়ে, পরিষ্কার নতুন পোশাক পরিয়ে নিয়ে যাওয়া একটি বিশেষ স্থানে, যেখানে সারাদিন ধরে চলে উত্সব। পরদিন আবার তাকে কফিনবন্দি করে কবর দেয়া হয়।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 1531